
৬ বছর পর ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, ভোট হবে হলে নয়, কেন্দ্রীয়ভাবে ৬টি কেন্দ্রে!
ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার, ২৯ জুলাই:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

৩০ জুলাই: খসড়া ভোটার তালিকা প্রকাশ
১১ আগস্ট: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
১২–১৮ আগস্ট: মনোনয়নপত্র বিতরণ
১৯ আগস্ট: মনোনয়নপত্র জমার শেষ দিন
২৬ আগস্ট: প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ
২৬ আগস্ট–৮ সেপ্টেম্বর: নির্বাচনী প্রচারণা
৯ সেপ্টেম্বর (সকাল ৮টা–বিকেল ৩টা): ভোট গ্রহণ
৮ সেপ্টেম্বর রাত: প্রচারণা শেষ করতে হবে
প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনে কোনো রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ নয়—যে কেউ বৈধ ছাত্র, সে-ই প্রার্থী হতে পারবে। তিনি আরও বলেন, “নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখি না, এখনো কেউ কোনো হুমকিও দেয়নি।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ইতোমধ্যে একটি ১০ সদস্যের রিটার্নিং কর্মকর্তা প্যানেল গঠন করেছেন, যার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দীন।

ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে ৬টি নির্ধারিত কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের পর এই প্রথম ডাকসু নির্বাচন হচ্ছে, যেখানে ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে শুরু করে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হতে পারবেন।
ডাকসুর এই নির্বাচন শিক্ষার্থীদের অধিকার ও অংশগ্রহণমূলক নেতৃত্বের জন্য একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।