০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হত্যাসহ ২১টি মামলার শীর্ষ আসামি ‘শফি ডাকাত’ বিপুল অস্ত্র, গ্রেনেড ও মাদকসহ গ্রেফতার

*হত্যাসহ ২১টি মামলার আসামি কক্সবাজার জেলার শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত’কে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ও গ্রেনেডসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫*
উপস্থিত গণমাধ্যমকর্মীগণ,
আসসালামু আলাইকুম,
র‌্যাব-১৫ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি।
১। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে হত্যা অপহরণ, গুম-খুন, ডাকাতি প্রতিরোধ, মাদক উদ্ধার এবং শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারে র‌্যাবের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে র‌্যাব-১৫, শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফিকে ধরতে দীর্ঘ এক মাস ধরে গোপনে নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছিল। অবশেষে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প-২৬ এর পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে ডাকাত শফি ও তার সহযোগীরা অবস্থান করছে।
 উক্ত সংবাদ প্রাপ্তির পরে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল রাত আনুমানিক ১১.০০ টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে শফি ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার সহযোগীরা শফি ডাকাতকে ছিনিয়ে নিতে র‌্যাবকে লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি চালায়, তৎক্ষণাত র‌্যাব সদস্যরা বুদ্ধিমত্তার সঙ্গে আত্মরক্ষার্থে পাল্টা ০৩ রাউন্ড গুলি ছুঁড়ে ।
২। পরবর্তীতে গহীন পাহাড়ি আস্তানা থেকে ডাকাত শফির দেয়া তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারকৃত আইটেমগুলো হচ্ছেঃ
ক. ০১ টি ওয়ান শুটার গান,
খ. ০২ টি একনলা বন্দুক,
গ. ০১ টি এলজি,
ঘ. ১০ টি এন্টি পারসোনাল মাইন,
ঙ. ১০ টি ডেটোনেটর,
চ. ৫০ টি তাজা রাইফেলের গুলি,
ছ. ৫৩ টি রাইফেলের খালি কার্তুজ,
জ. ০৬ টি শর্ট গানের খালি কার্তুজ,
ঝ. ৭৬৯ গ্রাম ক্রিষ্টাল মেথ (আইস),
ঞ. ০৩টি গ্রেনেড,
৩। গ্রেফতারকৃত আসামীর বিস্তারিত পরিচয়ঃ
মোঃ শফি প্রকাশ ডাকাত শফি (২৮), পিতা-দীল মোহাম্মদ, মাতা-আয়েশা বেগম, সাং-নয়াপাড়া, মুছনি রেজিস্টার্ড ক্যাম্প-২৬ সি-বøক, ০৯নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
৪। উপস্থিত সাংবাদিকবৃন্দ, ডাকাত শফির নামে ০২টি হত্যা, ০২টি ডাকাতির প্রস্তুতি, ০৬ টি অস্ত্র, ০৬টি মারামারিসহ মোট ২১ টি মামলা রয়েছে। শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি  দুর্ধর্ষ অস্ত্রধারী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার নেতৃত্বে ডাকাত দল ক্যাম্প এলাকার রোহিঙ্গা ও বাঙালিদের জিম্মি করে রাখত এবং পাহাড়ি অঞ্চলজুড়ে একটি ত্রাসের সাম্রাজ্য গড়ে তোলে। নিঃসন্দেহে এটি ছিল একটি ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং অভিযান  যেখানে র‌্যাব-১৫ সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, কৌশলগত দক্ষতা ও অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১৫ সর্বদা প্রস্তুত রয়েছে।
৫। আসামি শফি ডাকাত’কে গ্রেফতার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রীয়াধীন
—–ধন্যবাদ—-
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

কোথায় লড়বেন তারেক রহমান? বগুড়া, ঢাকা না সিলেট—ভোটের গুঞ্জন তুঙ্গে

হত্যাসহ ২১টি মামলার শীর্ষ আসামি ‘শফি ডাকাত’ বিপুল অস্ত্র, গ্রেনেড ও মাদকসহ গ্রেফতার

পোস্ট হয়েছেঃ ১২:১৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
*হত্যাসহ ২১টি মামলার আসামি কক্সবাজার জেলার শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত’কে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ও গ্রেনেডসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫*
উপস্থিত গণমাধ্যমকর্মীগণ,
আসসালামু আলাইকুম,
র‌্যাব-১৫ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি।
১। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে হত্যা অপহরণ, গুম-খুন, ডাকাতি প্রতিরোধ, মাদক উদ্ধার এবং শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারে র‌্যাবের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে র‌্যাব-১৫, শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফিকে ধরতে দীর্ঘ এক মাস ধরে গোপনে নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছিল। অবশেষে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প-২৬ এর পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে ডাকাত শফি ও তার সহযোগীরা অবস্থান করছে।
 উক্ত সংবাদ প্রাপ্তির পরে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল রাত আনুমানিক ১১.০০ টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে শফি ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার সহযোগীরা শফি ডাকাতকে ছিনিয়ে নিতে র‌্যাবকে লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি চালায়, তৎক্ষণাত র‌্যাব সদস্যরা বুদ্ধিমত্তার সঙ্গে আত্মরক্ষার্থে পাল্টা ০৩ রাউন্ড গুলি ছুঁড়ে ।
২। পরবর্তীতে গহীন পাহাড়ি আস্তানা থেকে ডাকাত শফির দেয়া তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারকৃত আইটেমগুলো হচ্ছেঃ
ক. ০১ টি ওয়ান শুটার গান,
খ. ০২ টি একনলা বন্দুক,
গ. ০১ টি এলজি,
ঘ. ১০ টি এন্টি পারসোনাল মাইন,
ঙ. ১০ টি ডেটোনেটর,
চ. ৫০ টি তাজা রাইফেলের গুলি,
ছ. ৫৩ টি রাইফেলের খালি কার্তুজ,
জ. ০৬ টি শর্ট গানের খালি কার্তুজ,
ঝ. ৭৬৯ গ্রাম ক্রিষ্টাল মেথ (আইস),
ঞ. ০৩টি গ্রেনেড,
৩। গ্রেফতারকৃত আসামীর বিস্তারিত পরিচয়ঃ
মোঃ শফি প্রকাশ ডাকাত শফি (২৮), পিতা-দীল মোহাম্মদ, মাতা-আয়েশা বেগম, সাং-নয়াপাড়া, মুছনি রেজিস্টার্ড ক্যাম্প-২৬ সি-বøক, ০৯নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
৪। উপস্থিত সাংবাদিকবৃন্দ, ডাকাত শফির নামে ০২টি হত্যা, ০২টি ডাকাতির প্রস্তুতি, ০৬ টি অস্ত্র, ০৬টি মারামারিসহ মোট ২১ টি মামলা রয়েছে। শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি  দুর্ধর্ষ অস্ত্রধারী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার নেতৃত্বে ডাকাত দল ক্যাম্প এলাকার রোহিঙ্গা ও বাঙালিদের জিম্মি করে রাখত এবং পাহাড়ি অঞ্চলজুড়ে একটি ত্রাসের সাম্রাজ্য গড়ে তোলে। নিঃসন্দেহে এটি ছিল একটি ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং অভিযান  যেখানে র‌্যাব-১৫ সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, কৌশলগত দক্ষতা ও অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১৫ সর্বদা প্রস্তুত রয়েছে।
৫। আসামি শফি ডাকাত’কে গ্রেফতার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রীয়াধীন
—–ধন্যবাদ—-