
গত ২৯ জুলাই ২০২৫ রাত থেকে উজানের টানা বর্ষণে তিস্তা নদীর পানি বাড়তে থাকে বর্তমানে তা বিপদসীমার ৭সে.মি. উপরে পানি বহমান । এতে করে লালমনিরহাটের পাঁচ উপজেলার প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি হয়েছে । এবং ফসলের শত শত আবাদি জমি নষ্ট হয়েছে । তিস্তা নদীর পানি অতিরিক্ত বৃদ্ধির ফলে সিংগীমারি ইউনিয়নের ধুবনি এলাকায় বাঁধ ভেঙ্গে পানি নোকালায় প্রবেশ করছে। এতে করে জন সাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাতের মধ্যে ভেঙ্গে যাওয়া অংশে বাঁধ নির্মাণ কাজ শুরু করেন। লালমনিরহাট জেলা পানি উন্নয়ন বোর্ড জানান বর্তমানে তিস্তা নদীর পানি বিপদসীমার ৭ সে.মি. উপরে বহমান ২৪ ঘন্টার মধ্যে পানি আরো বৃদ্ধি হতে পারে । স্থানীয়রা জানান যত দ্রুত সম্ভব তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করলে তিস্তা পারের মানুষের দুঃখ কষ্ট লাঘব হবে ।