
খুলনার দিঘলিয়া উপজেলায় পুত্রবধূকে বারবার ধর্ষণের অভিযোগে শ্বশুর আজিজুল শেখ (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে সেনহাটি ইউনিয়নের হাজী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে গত বছরের নভেম্বরে আজিজুলের ছেলে রাজীব শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আজিজুল তার পুত্রবধূর প্রতি অশালীন আচরণ শুরু করে এবং একপর্যায়ে কুপ্রস্তাব দিতে থাকে। প্রায় তিন মাস আগে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সে প্রথমবার মেয়েটিকে ধর্ষণ করে। এরপর ছেলে রাজীব শেখ বাড়িতে না থাকলেই আজিজুল পুত্রবধূকে ধর্ষণ করত। ভুক্তভোগী মেয়েটি বিষয়টি স্বামীকে জানালেও কোনো প্রতিকার মেলেনি; বরং তাকে দোষারোপ করা হয়। সর্বশেষ গত শুক্রবার জুমার নামাজের সময় আজিজুল আবারও কুপ্রস্তাব দিলে মেয়েটি অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে আজিজুল তাকে মারধর করে। এরপর ভুক্তভোগী তার নানী ও মামার কাছে গিয়ে ঘটনার বিস্তারিত জানায়। পরিবারের পক্ষ থেকে দিঘলিয়া থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে আজিজুল শেখকে গ্রেফতার করে। এলাকাবাসী ও সংশ্লিষ্টরা এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যেন পরিবারে লুকিয়ে থাকা লম্পটদের মুখোশ খুলে পড়ে এবং কেউ যেন এমন জঘন্য অপরাধ করতে সাহস না পায়।