
চট্টগ্রাম শহরে নিজেকে ব্যাটেলিয়ন আনসার সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন রুবেল চাকমা নামের এক যুবক। অবশেষে প্রতারণার অভিযোগে তাকে আটক করেছে ব্যাটেলিয়ন আনসার কর্তৃপক্ষ। জানা গেছে, রুবেল চাকমা রাঙামাটি জেলার বরকল উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। তিনি গাজীপুরের সফিপুর এলাকায় অবস্থানকালে স্থানীয় এক দর্জির কাছ থেকে আনসার ব্যাটেলিয়নের পোশাক তৈরি করে তা পরে ফেসবুকে ছবি পোস্ট করতেন। শুধু তাই নয়, তিনি অনলাইন থেকে ওয়াকিটকি ও ভুয়া প্রমোশনের ক্রেস্ট কিনে সেগুলোর ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেন, যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায়। এই প্রতারণার ফাঁদে পড়ে অন্তত তিনজন ব্যক্তি চাকরি দেয়ার আশ্বাসে রুবেল চাকমার হাতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা তুলে দেন। পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী ও তাদের আত্মীয়স্বজন রুবেলকে শনাক্ত করে আটক করেন। পরে ব্যাটেলিয়ন আনসার কর্তৃপক্ষ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কও সৃষ্টি হয়েছে। সাংবাদিক আলমগীর মানিক তার ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করেন, “গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে” রুবেলকে আটক করা হয়েছে। অথচ প্রকৃতপক্ষে স্থানীয়দের মাধ্যমে রুবেল আটক হয় এবং পরবর্তীতে আনসার কর্তৃপক্ষ এসে তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।