
সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল আলম বাবুকে পুনরায় চেয়ারম্যান পদে বহালের সিদ্ধান্তে তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নবাসী।
চেয়ারম্যানের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে ৩০ জুলাই মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ঝাড়ু মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সাধারণ মানুষ। এ সময় বিক্ষুব্ধ জনতা মাহমুদুল আলম বাবুর পরিষদে প্রবেশ ঠেকাতে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।
২০২৩ সালের ১৪ জুন তৎকালীন চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। হামলায় গুরুতর আহত নাদিম ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বাবুকে প্রধান আসামী করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বরখাস্ত করে।
তবে ২০২৫ সালের ২৮ জুলাই আদালতের এক রায়ের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা একটি লিখিত আদেশের মাধ্যমে বাবুকে পুনর্বহালের নির্দেশ দেন। স্বারক নম্বর: ০৫-৪৫-৩৯০০.০১৪.৯৯.০২৩.২৪.৩৮১।
বহালের এ খবর এলাকায় ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সমাবেশে বক্তারা বলেন, একজন সাংবাদিক হত্যার মূল হোতা কীভাবে জনপদের নেতৃত্বে ফিরতে পারে? এটি ন্যায়বিচারের সাথে নির্মম পরিহাস। জনসাধারণের একটাই দাবি চেয়ারম্যান নয়, তার জায়গা এখন কেবল কারাগারে।
বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সহ-সভাপতি রাশেদুজ্জামান সোনা মিয়া, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন এবং ছাত্র সমাজের জেলা প্রধান আল মানছুর মুহিদ।