
খুলনা রুপসা ট্রাফিক মোড় থেকে খুলনা রুপসা ব্রীজ পর্যন্ত দীর্ঘ ১২ বছর ধরে এ-ই রাস্তাটা সংস্কারের নামে তালবাহানা করে আসছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স ও কে ডি এ প্রশাসন,তাই দ্রুত সময় এই সড়ক সংস্কারের দাবিতে বুধবার (৩০জুলাই) সকালে মানববন্ধন করেছে এলাকাবাসী। শহরের শিপইয়ার্ড জিন্নাহ পাড়া মোড় থেকে লবণচরা বান্দা বাজার বিএনপির প্রধান কার্যালয় পর্যন্ত, বিশাল লম্বা এই মানববন্ধনে উপস্থিতি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তুহিন। উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রহমান মিরাজ।
উপস্থিত ছিলেন খুলনা সদর থানা বিএনপির সদস্য মোঃ শহিদ খান। আরো উপস্থিত ৩১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী আফছার উদ্দিন মাস্টার। ৩১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিন আহম্মেদ। মোঃ বাবুল শেখ।চৌধুরী হুমায়ুন কবির। মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ মোকলেছুর রহমান,মোঃ দুলাল। যুব নেতা নাজমুল হাসান নাসিম, কামরুজ্জামান টুকু, মোঃ ইয়াকুব পাটোয়ারী,মোঃমিজান, মোঃ সায়েম। শ্রমিক নেতা জি এম মাহাবুব, আবুল হাসান হাওলাদার, মোঃ জাহাঙ্গীর মোল্লা, সেলিম হোসেন মন্টু ও অত্র এলাকার আপামর সাধারণ জনগণ। উপস্তিত বক্তারা বলেন খুলনা শহরের প্রবেশ পদ এই গুরুত্তপূর্ণ সড়ক টি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে দূর্ঘটনায় পতিত হচ্ছে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে। এই ব্যাপারে ইতিমধ্যে পত্র-পত্রিকাতেও লেখালেখি হয়েছে। কিন্তু কে,ডি এ, সড়ক জনপথ বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাতাবু ব্রাদার্স, উন্নয়ন সংস্কারের নামে কচ্ছপ গতি ও সংস্কার দীর্ঘমেয়াদি কার্যকলাবে এলাকাবাসী অতিষ্ঠ তাদের এই সড়কটি সংস্কার না করায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। বক্তারা আরও হুশিয়ারি করে বলেন, এক সপ্তাহের মধ্যে কাজ শুরু না করলে আগামী রবিবার কেডিএ ও ডিসি অফিসের সামনে ঘেরাও কর্মসূচি পালন করবেন।