
জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে। গুটিকয়েক মানুষকে ক্ষমতা তুলে দেওয়ার জন্য দেশের মানুষ দেড় দশক ধরে আন্দোলন কিংবা জুলাইয়ে শহীদ হননি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৩০ জুন বিকালে আশুলিয়ার শ্রীপুরে শ্রমিক -ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে “নারকীয় আশুলিয়া স্মরণে” আজ বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে জুলাই আন্দোলনে নিহত পরিবারদের সম্মামনা অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন ।
জুলাই আন্দোলনের কথা উল্লেখ করে আরও বলেন, জুলাইয়ে লাশের সঙ্গে যে বর্বরতা চালানো হয়েছে তা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে। তিনি জণগণের উপরে আস্থা রাখতে বর্তমান সরকারকে পরামর্শ দেন। বলেন জণগণ ছাড়া কোন কিছু করা ঠিক হবে তাতে আবার ও ফ্যাসিবাদী মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এ প্রতিবাদ সভায় আরও উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান,শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা উত্তর বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক আহমেদ, সাঃ সম্পাদক নিপুন রায়, সাভারের সাবেক এমপি ডাঃ সালাউদ্দিন বাবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নের্তৃবৃন্দ।
এর আগে সকাল থেকেই আশুলিয়ার শ্রীপুরে দারুল ইহসান মাদ্রাসা প্রাঙ্গন মাঠে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা দলে দলে যোগ দেন সভাস্থলে। দুপুরের আগেই ভরে যায় সভাস্থল।
পরে জুলাই আন্দোলনে শহীদ পরিবারদের মাঝে সম্মামনা প্রদান করা হয়।