
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নে এক বন্ধুর বাড়ি থেকে রিয়াদ মিয়া (২৫) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে গারুয়া ভাটুয়াপাড়া গ্রামের নাদিম মিয়ার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিয়াদ একই ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে নান্দাইল পৌরসভার পোড়াবাড়িয়া এলাকার হানিফ মিয়ার ব্যাটারিচালিত একটি ইজিবাইক চুরি হয়। ওই চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হানিফের লোকজন রিয়াদকে আটক করে এবং তাকে আচারগাঁও বিলপাড়ার সোহরাব উদ্দিনের বাড়ির সামনে একটি সালিশে হাজির করে।
সালিশে উপস্থিত একটি সূত্র জানায়, সেখানে রিয়াদ চুরির বিষয়টি স্বীকার করেন এবং চুরির সঙ্গে তার বন্ধু নাদিম জড়িত বলেও জানান। এরপর সালিশের লোকজন নাদিমকেও ধরে নিয়ে আসে। খবর পেয়ে নাদিমের মা ময়না বেগম সালিশস্থলে গিয়ে দু’জনকেই ছাড়িয়ে নিজের বাড়িতে নিয়ে যান।
সেই রাতেই রিয়াদ নাদিমদের বাড়িতেই অবস্থান করছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী। পরদিন সকালে স্থানীয়রা নাদিমের ঘরে রিয়াদের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। পরে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বাবা আব্দুল লতিফ অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে চুরির ঘটনায় ফাঁসিয়ে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মুজাহিদ ইসলাম বলেন, “এটি একটি হত্যা ঘটনা বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তদন্ত চলছে, পলাতক আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।”