
আলহাজ্ব আনিসুল হকের ঘোষণা: “দলীয় পদ-পদবি ব্যবহার করে অপরাধ করলে দলে ঠাঁই নেই”রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুনামগঞ্জের ধর্মপাশায় এক বিশাল জনসভা আয়োজন করে। বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টায় ধর্মপাশা উপজেলা সদরের মধ্যবাজারে উপজেলা বিএনপির উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের নেতা আলহাজ্ব আনিসুল হক বলেন,
> “বিএনপি একটি সুশৃঙ্খল ও বৃহৎ রাজনৈতিক সংগঠন। কেউ যদি দলীয় পদ-পদবি ব্যবহার করে জলমহাল দখল, ভূমি দখল, চাঁদাবাজি বা অন্যান্য অপরাধে জড়ায়, তাহলে তাদের বিএনপিতে কোনো স্থান হবে না।”
তিনি আরও বলেন,
> “আমি সবসময় কৃষকের পক্ষে ছিলাম, আছি এবং থাকব। কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়—তাদের সুবিধার জন্য আমরা কাজ করব। সন্ত্রাস, দুর্নীতি, মাদকসহ সব অন্যায়ের বিরুদ্ধে আমি অতীতেও সোচ্চার ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। আওয়ামী লীগের দুঃশাসনে যারা ত্যাগ করেছেন, নির্যাতিত হয়েছেন, তাঁদের অবশ্যই মূল্যায়ন করা হবে।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,
> “এই নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। আমি যদি মনোনয়ন না পাই, যিনি পাবেন, তাঁর পক্ষেই আপনাদের নিয়ে কাজ করব।”সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির সদস্য আহ্বায়ক কাজী মাজহারুল হক। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন:
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. রহমত
যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম (বি.এস.সি)
আহ্বায়ক কমিটির সদস্য মো. লাল মিয়া
সাবেক ভাইস চেয়ারম্যান ও মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসাহিদ তালুকদার
উপজেলা কৃষকদলের নেতা ফারুক আহমেদ ও মিলন মজুমদার কবির
উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ
সরকারি ডিগ্রি কলেজের সদস্য সচিব কাঞ্চন আহমেদ
বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের আহ্বায়ক নাজমুল ইসলাম তপু
এছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ সভায় উপস্থিত ছিলেন।