
“রক্তদান হোক আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার-এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুররে সদরপুর উপজেলায় ‘নতুন প্রজন্ম মানবিক সংগঠন’ এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে চারশতাধিক ছাত্র-ছাত্রী রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উপজেলার বাবুরচর উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বাবুরচর উচ্চ বিদ্যালয় ও সঃ প্রঃ বিদ্যলয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করান।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এস.কে সোহেলের সভাপতিত্বে এবং সংগঠনের প্রবাসী সদস্যদের অর্থায়নে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাবুরচর সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, মানবিক সংগঠনের সভাপতি সরোয়ার হোসেন সহ ফরিদপুর জেলার অন্যান্য সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সার্বিক তত্বাবাধনে ছিলেন জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফারদিন সানি।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্বেচ্ছায় রক্তদান নতুন প্রজন্ম মানবিক সংগঠনটি খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।
ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের সভাপতি বলেন, ”নতুন প্রজন্ম মানবিক সংগঠন” যার একমাত্র লক্ষ্য মানব সেবা। সংগঠনটি প্রবাসী বাংলাদেশী তরুনদের নিয়ে মানবসেবা করার জন্যই গড়া। যেকোনো কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হয়। স্কুলের ছাত্র-ছাত্রীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।