
অদ্য রাত ২:৩০ ঘটিকায় কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র হতে লোহার এঙ্গেল পরিবহনকারী ট্রাক আমতলী থানাধীন ছুড়িকাটা পৌঁছালে ১২/১৩ জন ব্যক্তি ট্রাক অবরোধ করে। তারা ড্রাইভারের মোবাইল ফোন নিয়ে মালিকের নিকট ১ লক্ষ টাকা চাঁ’দা দাবি করে। এই সংবাদ পেয়ে দ্রুত আমতলী থানা টহল পুলিশ ঘটনাস্থলে প্রেরণ করলে চাঁ’দা’বাজ ইমরান হোসেন সাগরকে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যান্যরা পালিয়ে যায়। এ সংক্রান্তে আমতলী থানায় চাঁ’দাবা’জি মাম’লা রুজু প্রক্রিয়াধীন রয়েছে ।অন্যান্য আসামিদের গ্রেফ’তার প্রচেষ্টা অব্যাহত আছে।