
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় সড়কের পাশে ইমরান বেপারী (৫৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইমরান বেপারী ওই এলাকার এমাজউদ্দীন বেপারীর ছেলে।
বৃহস্পতিবার ভোরে ঝিকরহাটি খানা বাড়ি সংলগ্ন সড়কে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি তদন্তাধীন রয়েছে।