০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক ও সুধীজন নিয়ে মতবিনিময় অনুষ্ঠান

নীলফামারী জেলার চিলাহাটির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের পাশের হার আশানুরূপ না হওয়ায়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আনোয়ারুল হক এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেন। সভাটি অনুষ্ঠিত হয় গত ৩১শে জুলাই। এতে পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। এছাড়াও সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আনোয়ারুল হক। বক্তব্য রাখেন সাবেক এমপি সদস্য শহিদুল ইসলাম লিটন, চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম ওহাবুল, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক এবং সহকারী শিক্ষক ফখরুল ইসলাম।

মতবিনিময় সভায় মুক্ত আলোচনার মাধ্যমে পাশের হার কমে যাওয়ার কারণ নিয়ে বিশদভাবে বিশ্লেষণ করা হয়। আলোচনায় উঠে আসে যে, অধিকাংশ ছাত্রছাত্রী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না হওয়াই মূল সমস্যা। যেসব শিক্ষার্থী নিয়মিত ক্লাসে আসে না, তাদের অভিভাবকদের একাধিকবার ফোনে অথবা সরাসরি জানানো হলেও তারা সাড়া দেননি। এতে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে এবং ফলাফল খারাপ হয়েছে।

মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয় যে, উত্তীর্ণ না হওয়া ছাত্রছাত্রীদের জন্য বিশেষ পাঠদান ক্লাস চালু করা হবে। আগামী ১০ই আগস্ট থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যালয়ের একটি নির্ধারিত কক্ষে এই বিশেষ ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষকেরা সকল ছাত্রছাত্রীর কাছে অঙ্গীকার নেন যে, যদি সবাই নিয়মিতভাবে এই ক্লাসে অংশগ্রহণ করে, তাহলে ভবিষ্যতে ফলাফল আরও ভালো হবে এবং আর কখনো এমন লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে হবে না।

বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে ছাত্রছাত্রী, অভিভাবক এবং উপস্থিত সুধীজন অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

কোথায় লড়বেন তারেক রহমান? বগুড়া, ঢাকা না সিলেট—ভোটের গুঞ্জন তুঙ্গে

চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক ও সুধীজন নিয়ে মতবিনিময় অনুষ্ঠান

পোস্ট হয়েছেঃ ১২:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

নীলফামারী জেলার চিলাহাটির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের পাশের হার আশানুরূপ না হওয়ায়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আনোয়ারুল হক এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেন। সভাটি অনুষ্ঠিত হয় গত ৩১শে জুলাই। এতে পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। এছাড়াও সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আনোয়ারুল হক। বক্তব্য রাখেন সাবেক এমপি সদস্য শহিদুল ইসলাম লিটন, চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম ওহাবুল, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক এবং সহকারী শিক্ষক ফখরুল ইসলাম।

মতবিনিময় সভায় মুক্ত আলোচনার মাধ্যমে পাশের হার কমে যাওয়ার কারণ নিয়ে বিশদভাবে বিশ্লেষণ করা হয়। আলোচনায় উঠে আসে যে, অধিকাংশ ছাত্রছাত্রী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না হওয়াই মূল সমস্যা। যেসব শিক্ষার্থী নিয়মিত ক্লাসে আসে না, তাদের অভিভাবকদের একাধিকবার ফোনে অথবা সরাসরি জানানো হলেও তারা সাড়া দেননি। এতে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে এবং ফলাফল খারাপ হয়েছে।

মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয় যে, উত্তীর্ণ না হওয়া ছাত্রছাত্রীদের জন্য বিশেষ পাঠদান ক্লাস চালু করা হবে। আগামী ১০ই আগস্ট থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যালয়ের একটি নির্ধারিত কক্ষে এই বিশেষ ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষকেরা সকল ছাত্রছাত্রীর কাছে অঙ্গীকার নেন যে, যদি সবাই নিয়মিতভাবে এই ক্লাসে অংশগ্রহণ করে, তাহলে ভবিষ্যতে ফলাফল আরও ভালো হবে এবং আর কখনো এমন লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে হবে না।

বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে ছাত্রছাত্রী, অভিভাবক এবং উপস্থিত সুধীজন অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন।