
বিএনপির ময়মনসিংহ উত্তর জেলা সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা “জনগণের মুক্তির সনদ” হিসেবে অভিহিত করেছেন তিনি বলেন, এই রূপরেখা কেবল রাজনৈতিক কর্মসূচি নয় এটি গণতন্ত্র, সুশাসন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্টার একটি সুস্পষ্ট ও কার্যকর পরিকল্পনা।
বুধবার (৩০ জুলাই) সন্ধায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ৩নং কৈচাপুর ইউনিয়নে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা থেকে শুরু করে বাজার ও সড়কে পথচারীদের মাঝে বিএনপির ৩১ দফা রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
আলহাজ্ব সালমান ওমর রুবেল বলেন এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক। তাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। জনগণের কাছে গিয়ে তাদের বুঝতে হবে, এই রূপরেখা দেশকে সংকট থেকে মুক্তির পথ দেখায়।
তিনি আরও বলেন একটি মহল নির্বাচন কে বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে সেই অপচেষ্টা সফল হবে না। ইনশাআল্লাহ সঠিক সময়ই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে সালমান ওমর রুবেল বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা রূপরেখা দেশের জনগণের জন্য আশার আলো হয়ে উঠেছে। এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তবে এই রূপরেখার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে।
এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী প্রচারণা কর্মসূচিতে অংশ নেন।