০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই ঘোষণায় শ্রমজীবী মানুষের অবদান ও প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি নিশ্চিত করুন

  • মিজানুর রহমান
  • পোস্ট হয়েছেঃ ০৫:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • 406
জুলাই ঘোষণায় শ্রমজীবী মানুষের অবদান ও প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক আল ইমরান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শ্রমজীবী মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা শুধু আন্দোলনের পথেই নামেনি, ত্যাগ স্বীকার করেছে, জীবন দিয়েছে। অথচ স্বাধীনতার পর যুগে যুগে রাষ্ট্রীয় ক্ষমতা, সম্পদ ও উন্নয়নের মূল স্রোত থেকে তারা প্রায় বঞ্চিতই থেকেছে। ধনীরা আরও ধনী হয়েছে, কিন্তু শ্রমজীবী জনগোষ্ঠী জাতীয় আয়ের সামান্য অংশও পায়নি। এখনও তাদের ন্যায্য মজুরি দারিদ্র্যসীমার নিচে, তাদের নেই কোনো সামাজিক নিরাপত্তা, নিরাপদ কর্মপরিবেশ কিংবা সংগঠিত হওয়ার অধিকার। জীবিকার সন্ধানে তাদের অনেককেই প্রাণ দিতে হয় দালান ধসে, আগুনে পুড়ে কিংবা দুর্ঘটনায়।
তারা বলেন, আজ আমাদের সংগ্রাম সমতার, বৈষম্যহীনতার ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ গঠনের জন্য। এই লক্ষ্য নিয়েই শ্রমিকরা ২০২৪ সালের জুলাইয়ে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে দেশের আপামর জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে এবং অনেকে জীবন দিয়েছে।
নেতৃদ্বয় সুস্পষ্ট দাবি জানিয়ে বলেন, আসন্ন জুলাই ঘোষণা-তে এই ইতিহাস ও বাস্তবতাকে স্পষ্টভাবে তুলে ধরা হোক। ঘোষণায় শ্রমজীবী মানুষের অধিকার ও অন্তর্ভুক্তি-কে নিশ্চিত করার সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে।
শ্রমিক অধিকার পরিষদ এর দাবি:
১. ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় সর্বনিম্ন মজুরি ঘোষণা ও বাস্তবায়ন করা।
২. শ্রমিকদের সংগঠিত হওয়ার পূর্ণ অধিকার ও কার্যকর ট্রেড ইউনিয়ন নিশ্চিত করা।
৩, নিরাপদ কর্মক্ষেত্র ও স্বাস্থ্য সুরক্ষার বিধান নিশ্চিত করা।
৪. সকল শ্রমজীবী মানুষের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, আবাসনসহ মৌলিক চাহিদার নিশ্চয়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
৫. রাষ্ট্রীয় পরিকল্পনা, উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা।
শ্রমিকদের বাদ দিয়ে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। আমরা আশা করি, জুলাই ঘোষণায় এই সত্যগুলো মর্যাদার সাথে স্থান
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

কোথায় লড়বেন তারেক রহমান? বগুড়া, ঢাকা না সিলেট—ভোটের গুঞ্জন তুঙ্গে

জুলাই ঘোষণায় শ্রমজীবী মানুষের অবদান ও প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি নিশ্চিত করুন

পোস্ট হয়েছেঃ ০৫:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
জুলাই ঘোষণায় শ্রমজীবী মানুষের অবদান ও প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক আল ইমরান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শ্রমজীবী মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা শুধু আন্দোলনের পথেই নামেনি, ত্যাগ স্বীকার করেছে, জীবন দিয়েছে। অথচ স্বাধীনতার পর যুগে যুগে রাষ্ট্রীয় ক্ষমতা, সম্পদ ও উন্নয়নের মূল স্রোত থেকে তারা প্রায় বঞ্চিতই থেকেছে। ধনীরা আরও ধনী হয়েছে, কিন্তু শ্রমজীবী জনগোষ্ঠী জাতীয় আয়ের সামান্য অংশও পায়নি। এখনও তাদের ন্যায্য মজুরি দারিদ্র্যসীমার নিচে, তাদের নেই কোনো সামাজিক নিরাপত্তা, নিরাপদ কর্মপরিবেশ কিংবা সংগঠিত হওয়ার অধিকার। জীবিকার সন্ধানে তাদের অনেককেই প্রাণ দিতে হয় দালান ধসে, আগুনে পুড়ে কিংবা দুর্ঘটনায়।
তারা বলেন, আজ আমাদের সংগ্রাম সমতার, বৈষম্যহীনতার ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ গঠনের জন্য। এই লক্ষ্য নিয়েই শ্রমিকরা ২০২৪ সালের জুলাইয়ে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে দেশের আপামর জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে এবং অনেকে জীবন দিয়েছে।
নেতৃদ্বয় সুস্পষ্ট দাবি জানিয়ে বলেন, আসন্ন জুলাই ঘোষণা-তে এই ইতিহাস ও বাস্তবতাকে স্পষ্টভাবে তুলে ধরা হোক। ঘোষণায় শ্রমজীবী মানুষের অধিকার ও অন্তর্ভুক্তি-কে নিশ্চিত করার সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে।
শ্রমিক অধিকার পরিষদ এর দাবি:
১. ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় সর্বনিম্ন মজুরি ঘোষণা ও বাস্তবায়ন করা।
২. শ্রমিকদের সংগঠিত হওয়ার পূর্ণ অধিকার ও কার্যকর ট্রেড ইউনিয়ন নিশ্চিত করা।
৩, নিরাপদ কর্মক্ষেত্র ও স্বাস্থ্য সুরক্ষার বিধান নিশ্চিত করা।
৪. সকল শ্রমজীবী মানুষের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, আবাসনসহ মৌলিক চাহিদার নিশ্চয়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
৫. রাষ্ট্রীয় পরিকল্পনা, উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা।
শ্রমিকদের বাদ দিয়ে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। আমরা আশা করি, জুলাই ঘোষণায় এই সত্যগুলো মর্যাদার সাথে স্থান