
আজ ০৪ আগস্ট বিবি ফাতেমাতুন মানহা’র শুভ জন্মদিন।
০৪/০৮/২০১৬ সালে রোজ বৃহস্পতিবার ফাতেমাতুন মানহা জন্ম গ্রহণ করেন। পিতা: আব্দুল্লাহ আল হাসান সোনা মানিক মাতা: সুলতানা আক্তার, বাসা: মুক্তা বি/১২ গোয়াল পাড়া এনায়েত বাজার চট্টগ্রাম।
চট্টগ্রাম কোতোয়ালি থানা’র সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আল হাসান সোনা মানিক’ এর বড় মেয়ে বিবি ফাতেমাতুন মানহা।
দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তার বাবা (সোনামানিক)।
“ছোট্ট পায়ে ধীরে ধীরে,
মানহা হেঁটে আসে সকালের ভোরে।
জন্মদিনে রইলো দোয়া,
সফল হোক তার জীবন পথচলা”