
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গৌরীপুর শাখার উদ্যোগে প্রমোশনপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা ও ইউনিট ম্যানেজার সেলিব্রেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) গৌরীপুর ব্রাঞ্চ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ওবাইদুর রহমান মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার রফিকুল ইসলাম। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি’র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর হোসেন শাহিন, সাবেক ব্যাংকার এসএম সালাম এবং বিজিবির সাবেক সুবেদার ফারুক কামাল মুন্সীঅনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ ফরহাদ হোসেন, আর্থিক উপদেষ্টা, পবা মেট্রো, রাজশাহী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার শীতল দাস, দাউদকান্দি মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার আব্দুস সালাম, ইউনিট ম্যানেজার শফিকুল ইসলাম, বিল্লাল আহমেদ, কাউসার আলম, বশির আহমেদ ও রাসেল আহমেদ।অনুষ্ঠানে বক্তব্যে বক্তারা বলেন, সোনালী লাইফ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করেছে। জীবন বিমার মাধ্যমে মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।সদ্য গৌরীপুর ব্রাঞ্চ ম্যানেজার পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, ‘আলহামদুলিল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। এই দায়িত্ব পেয়ে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই সোনালী লাইফের ম্যানেজমেন্ট ও আমার টিমের সদস্যদের প্রতি। সবার দোয়া চাই, যেন সততা ও দায়িত্ববোধ নিয়ে এই দায়িত্ব পালন করতে পারি।’ তিনি তাঁর মেন্টর ওবায়দুর রহমান মন্ডলের প্রতিও অশেষ কৃতজ্ঞতা জানান।