
কুমিল্লা তিতাসের শীর্ষ সন্ত্রাসী (নিহত) তিতাসের জিয়ারকান্দি ইউনিয়ন এর সোলাকান্দি গ্রামের মামুন সম্রাট এর সহযোগী, বডিগার্ড তিতাসের তাড়িয়াকান্দির আঃ লতিফ এর ছেলে ডাকাত রকিবুল ইসলাম বুলেটকে গত রাতে তিতাস থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কদমতলী তার নানীর বাড়ি হতে আটক করে। তার বিরুদ্ধে তিতাস, দাউদকান্দি, মুরাদনগর থানায় হত্যা, ডাকাতি, চুরি, অস্ত্র মামলাসহ মোট বারোটি মামলা বিচারাধীন আছে।
বুলেটের হেফাজতে থাকা নিহত মামুনের অবৈধ অস্ত্র উদ্ধারের চেষ্টাকালে বুলেটের দেওয়া তথ্য মতে নিহত মামুনের আরেক সহযোগী সোলাকান্দির পাকির আলীর ছেলে ছোট মামুনকে ৫০ পিচ ইয়াবা সহ আটক করা হয়।
আটকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে প্রেরণ করা হয়।