১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আবারও রিমান্ডে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন।

  • প্রতিনিধির নাম
  • পোস্ট হয়েছেঃ ০৮:৪৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 50
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা কাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১৭ ফেব্রুয়ারী সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এই রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা  সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানিকালে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্য দিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত মেনন ও ইনুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ২৫ আগস্ট উত্তরা থেকে ডিবি পুলিশের একটি টিম হাসানুল হক ইনুকে গ্রেফতার করে। উভয়কেই গ্রেফতারের পর বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। নিপীড়নের বিরুদ্ধে ছাত্র সমাজের এই আন্দোলন এবং আনোয়ার হোসেন পাটোয়ারীর হত্যাকাণ্ড এখন দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন, সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা

আবারও রিমান্ডে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন।

পোস্ট হয়েছেঃ ০৮:৪৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা কাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১৭ ফেব্রুয়ারী সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এই রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা  সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানিকালে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্য দিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত মেনন ও ইনুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ২৫ আগস্ট উত্তরা থেকে ডিবি পুলিশের একটি টিম হাসানুল হক ইনুকে গ্রেফতার করে। উভয়কেই গ্রেফতারের পর বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। নিপীড়নের বিরুদ্ধে ছাত্র সমাজের এই আন্দোলন এবং আনোয়ার হোসেন পাটোয়ারীর হত্যাকাণ্ড এখন দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।