১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১০।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের হিরন্নকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনা যাচ্ছিল সোহাগ পরিবহনের একটি বাস। ওই বাসটি পেছন থেকে ধাক্কা দেয় টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসকে। পরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পড়েছে। এতে বাসটির চালক মন্টু শেখ (৫৫) ও সুপারভাইজার আরিফ হোসেন ঘটনাস্থলে মারা যান। আহত হয়েছেন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজারসহ অন্তত ১০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হলে সেখানে দুইজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনাকারী বাসের চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে, সোহাগ পরিবহনের বাসটি আটক করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সকল গাড়ি চালকদের সড়ক নিরাপত্তা বজায় রেখে চলাচল করার আহ্বান জানানো হয়েছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনের বেশি প্রাধান্য দিবে -মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১০।

পোস্ট হয়েছেঃ ১১:০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের হিরন্নকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনা যাচ্ছিল সোহাগ পরিবহনের একটি বাস। ওই বাসটি পেছন থেকে ধাক্কা দেয় টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসকে। পরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পড়েছে। এতে বাসটির চালক মন্টু শেখ (৫৫) ও সুপারভাইজার আরিফ হোসেন ঘটনাস্থলে মারা যান। আহত হয়েছেন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজারসহ অন্তত ১০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হলে সেখানে দুইজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনাকারী বাসের চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে, সোহাগ পরিবহনের বাসটি আটক করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সকল গাড়ি চালকদের সড়ক নিরাপত্তা বজায় রেখে চলাচল করার আহ্বান জানানো হয়েছে।