০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাব্বিরের ঝড়ে, প্রথম ম্যাচেই ঢাকার বাজিমাত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে শুরুতেই হোটচ খায় রাজশাহী ওয়ারিয়র্স। ঢাকা ক্যাপিটালসের পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের প্রথম বলেই স্ট্যাম্পিংয়ের শিকার হন তারই স্বদেশী সাহিবজাদা ফারহান। শুরুর ধাক্কা কিছুটা কাটিয়ে উঠতে না উঠতেই ১৫ বলে ২০ রান করে নাসির হোসেনকে এবারের বিপিএলে প্রথম উইকেটের স্বাদ দেন তানজিদ হাসান তামিম। আগের দিনের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও এদিন সুবিধা করতে পারেননি, ২৮ বলে ২ ছয় এবং ২ চারে ৩৭ রান করে তিনিও সাজঘরের পথ ধরেন। পরবর্তীতে অভিজ্ঞ মুশফিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও তিনিও ব্যর্থ হন। মুশফিকের ২৪ ও মোহাম্মদ নাওয়াজের ২৬ রানে ভর করে ২০ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৩২। ইমাদ ওয়াসিম ৩ টি এবং নাসির হোসেনের ঝুলিতে ২ টি উইকেট জমা হয়। রান তাড়া করতে নেমে তানজিম হাসান সাকিবের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে মাত্র ১ রানে ডাগআউটে ফিরে যান ঢাকা ক্যাপিটালসের ওপেনার সাইফ হাসান। আব্দুল্লাহ আল মামুন কে সঙ্গী করে পরিস্থিতি সামাল দেন উসমান খান। তবে ১৫ বলে ১৮ রান করে মোহাম্মদ নাওয়াজের বলে আউট হন তিনি। এরপর মামুন একাই দলের হাল ধরেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৪৫ রানে নাওয়াজের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মামুন। নাসির হোসেন এবং অধিনায়ক মিথুন আলীর উইকেট পতনে কিছুটা অস্বস্তি দেখা দিলেও শামীম হোসেন পাটোয়ারী কে নিয়ে দলের জয় নিশ্চিত করেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। ১০ বলে ২ ছয় এবং ১ বাউন্ডারিতে ২১ রানে অপরাজিত ছিলেন তিনি। রাজশাহীর হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন মোহাম্মদ নাওয়াজ। ম্যাচসেরা হয়েছেন ইমাদ ওয়াসিম।  এ জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া।

সাব্বিরের ঝড়ে, প্রথম ম্যাচেই ঢাকার বাজিমাত

পোস্ট হয়েছেঃ ০৭:৫১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে শুরুতেই হোটচ খায় রাজশাহী ওয়ারিয়র্স। ঢাকা ক্যাপিটালসের পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের প্রথম বলেই স্ট্যাম্পিংয়ের শিকার হন তারই স্বদেশী সাহিবজাদা ফারহান। শুরুর ধাক্কা কিছুটা কাটিয়ে উঠতে না উঠতেই ১৫ বলে ২০ রান করে নাসির হোসেনকে এবারের বিপিএলে প্রথম উইকেটের স্বাদ দেন তানজিদ হাসান তামিম। আগের দিনের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও এদিন সুবিধা করতে পারেননি, ২৮ বলে ২ ছয় এবং ২ চারে ৩৭ রান করে তিনিও সাজঘরের পথ ধরেন। পরবর্তীতে অভিজ্ঞ মুশফিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও তিনিও ব্যর্থ হন। মুশফিকের ২৪ ও মোহাম্মদ নাওয়াজের ২৬ রানে ভর করে ২০ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৩২। ইমাদ ওয়াসিম ৩ টি এবং নাসির হোসেনের ঝুলিতে ২ টি উইকেট জমা হয়। রান তাড়া করতে নেমে তানজিম হাসান সাকিবের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে মাত্র ১ রানে ডাগআউটে ফিরে যান ঢাকা ক্যাপিটালসের ওপেনার সাইফ হাসান। আব্দুল্লাহ আল মামুন কে সঙ্গী করে পরিস্থিতি সামাল দেন উসমান খান। তবে ১৫ বলে ১৮ রান করে মোহাম্মদ নাওয়াজের বলে আউট হন তিনি। এরপর মামুন একাই দলের হাল ধরেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৪৫ রানে নাওয়াজের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মামুন। নাসির হোসেন এবং অধিনায়ক মিথুন আলীর উইকেট পতনে কিছুটা অস্বস্তি দেখা দিলেও শামীম হোসেন পাটোয়ারী কে নিয়ে দলের জয় নিশ্চিত করেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। ১০ বলে ২ ছয় এবং ১ বাউন্ডারিতে ২১ রানে অপরাজিত ছিলেন তিনি। রাজশাহীর হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন মোহাম্মদ নাওয়াজ। ম্যাচসেরা হয়েছেন ইমাদ ওয়াসিম।  এ জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস।