
বুধবার (৫ মার্চ) মাগুরা রিপোর্টার্স ইউনিটি শ্রীপুর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে সমঝোতার ভিত্তিতে ২০২৫-২০২৬ সালের এ নতুন কমিটি গঠন করা হয়। এতে জাকিরুল ইসলাম সভাপতি (দৈনিক দেশ চিত্র), সাধারণ সম্পাদক বিকাশ বাছাড়(দৈনিক আমার বার্তা) ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ (দৈনিক আলোকিত সকাল)কে নির্বাচিত করা হয়। এর আগে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির দায়িত্ব পালন করেন বিকাশ বাছাড়া (আহ্বায়ক), সদস্য সচিব আব্দুর রশিদ । এসময় মাগুরা রিপোর্টাস ইউনিটির জেলা সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। উক্ত কমিটি আগামী ১বছরের জন্য দায়িত্ব পালন করবে।