
মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির সদস্য সচিব মাসুম বিল্লাহকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে শহরের বাদামতলা সংলগ্ন ভূইয়া কমিউনিটি সেন্টারে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
ঘটনার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে।