
রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে সকাল পৌনে ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে এই ঘটনা ঘটে বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রেলওয়ের এক কর্মচারী, সাইফুল ইসলাম (২৮), যিনি ট্রেনের পিএ (পাওয়ার অ্যাসিস্ট্যান্ট) অপারেটর হিসেবে কর্মরত ছিলেন, তাকে আটক করা হয়েছে। জানা গেছে, তার বাড়ি গাইবান্ধা জেলায়।
ভুক্তভোগী নারী যাত্রীর বাড়ি কুড়িগ্রাম জেলায়। ঘটনার পর তিনি সাহসিকতার সঙ্গে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানান। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুলকে আটক করে থানায় নেওয়া হয়।
কমলাপুর রেলওয়ে থানার এক কর্মকর্তা বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় রেলযাত্রীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষকে আরও কঠোর ও সচেতন হওয়ার দাবি জানাচ্ছেন যাত্রীরা।