০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

লাইসেন্স বিহীন অপপ্রচার কারী ফেসবুক পেজ এসকে টেলিভিশন ও সৈরাচার আওয়ামী লীগের এজেণ্ডা সৈয়দ মোহাম্মদ সাইদ আঙ্গুর এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আওয়ামী লীগের দোসর ও ড্যামি নির্বাচনের প্রার্থী বি এন পি সাথে প্রতারণা কারী প্রতারক সৈয়দ মোহাম্মদ আঙ্গুরের মালিকানাদীন নিবন্ধন বিহীন ফেসবুক পেজ,  এস কে টিবি তে,নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান এর বিরুদ্ধে,   মিথ্যাচার ও মানহানিকর  সংবাদ প্রচারের বিরুদ্ধে,
 রবিবার (৬ ই জুলাই) উপজেলা শহিদ মিনার চত্বরে বি এন পির কার্যালয় থেকে এ সংবাদ সম্মেলন করেন, (শেরপুরের)নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের  বর্তমান সফল চেয়ারম্যান,  ও (বি এন পির) রাজপথের লড়াকু সৈনিক,  সক্রিয় ত্যাগী নেতা জনাব মোঃ  মিজানুর রহমান,
সাংবাদিক ও উপস্থিত নেতা কর্মিদের সালাম জানিয়ে তিনি বলেন
এই মিথ্যা অপপ্রচার কারী আওয়ামী লীগের দোসর হোটেল বয় থেকে কোটি পতি কি করে হলো তার সুস্পষ্ট তদন্ত দাবী জানান তিনি, গত ২৪ শের  সৈরাচারী আওয়ামী লীগের পাতানো ড্যামি নির্বাচনের  (বি এন পি কেন্দ্র ঘোষিত ভোট বর্জনের বিরুদ্ধীতা করে )
আওয়ামী লীগের সাথে আতাত করে ড্যামি নিবার্চনের প্রার্থী হয়ে বেগম মতিয়া চৌধুরীকে এম পি হওয়ার সুযোগ করে দেয়, এখন আবার,  সেই সুবিধাবাদী দল পাল্টে নিবন্ধন বিহীন জনতার দল নামের ব্যানারে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে,
আওয়ামী লীগের এজেন্ডা হিসেবে  নিজের মনগড়া বানু্য়াট মিথ্যা ও প্রতিহিংসা পরায়ন্তায়
ভিত্তিহীন
 অপপ্রচার চালিয়ে যাচ্ছে,
তাতে করে (বি এন পি) দলের নেতাকর্মীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি,
একই সাথে অপপ্রচার কারী আওয়ামী লীগের এজেণ্ডা সৈয়দ মোহাম্মদ  সাইদ আঙ্গুরকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার এবং তার লাইসেন্স বিহীন ফেসবুক পেজ এসকে টেলিভিশন বন্ধ ও অবৈধ ভাবে ফেসবুক ভিত্তিক এই টেলিভিশন প্রচারণায় থাকায় আইনি ব্যবস্থা গ্রহণের দাবী জানান তিনি।
একই সাথে তাহার বিরুদ্ধে প্রচারিত এইসব  ভুয়া বানোয়াট বলে দাবী করেন তিনি,  এই বিভ্রান্তিকর ও মানহানিকর মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি ,।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সিরাজগঞ্জ তাড়াশে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

লাইসেন্স বিহীন অপপ্রচার কারী ফেসবুক পেজ এসকে টেলিভিশন ও সৈরাচার আওয়ামী লীগের এজেণ্ডা সৈয়দ মোহাম্মদ সাইদ আঙ্গুর এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পোস্ট হয়েছেঃ ০৫:৫৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
আওয়ামী লীগের দোসর ও ড্যামি নির্বাচনের প্রার্থী বি এন পি সাথে প্রতারণা কারী প্রতারক সৈয়দ মোহাম্মদ আঙ্গুরের মালিকানাদীন নিবন্ধন বিহীন ফেসবুক পেজ,  এস কে টিবি তে,নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান এর বিরুদ্ধে,   মিথ্যাচার ও মানহানিকর  সংবাদ প্রচারের বিরুদ্ধে,
 রবিবার (৬ ই জুলাই) উপজেলা শহিদ মিনার চত্বরে বি এন পির কার্যালয় থেকে এ সংবাদ সম্মেলন করেন, (শেরপুরের)নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের  বর্তমান সফল চেয়ারম্যান,  ও (বি এন পির) রাজপথের লড়াকু সৈনিক,  সক্রিয় ত্যাগী নেতা জনাব মোঃ  মিজানুর রহমান,
সাংবাদিক ও উপস্থিত নেতা কর্মিদের সালাম জানিয়ে তিনি বলেন
এই মিথ্যা অপপ্রচার কারী আওয়ামী লীগের দোসর হোটেল বয় থেকে কোটি পতি কি করে হলো তার সুস্পষ্ট তদন্ত দাবী জানান তিনি, গত ২৪ শের  সৈরাচারী আওয়ামী লীগের পাতানো ড্যামি নির্বাচনের  (বি এন পি কেন্দ্র ঘোষিত ভোট বর্জনের বিরুদ্ধীতা করে )
আওয়ামী লীগের সাথে আতাত করে ড্যামি নিবার্চনের প্রার্থী হয়ে বেগম মতিয়া চৌধুরীকে এম পি হওয়ার সুযোগ করে দেয়, এখন আবার,  সেই সুবিধাবাদী দল পাল্টে নিবন্ধন বিহীন জনতার দল নামের ব্যানারে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে,
আওয়ামী লীগের এজেন্ডা হিসেবে  নিজের মনগড়া বানু্য়াট মিথ্যা ও প্রতিহিংসা পরায়ন্তায়
ভিত্তিহীন
 অপপ্রচার চালিয়ে যাচ্ছে,
তাতে করে (বি এন পি) দলের নেতাকর্মীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি,
একই সাথে অপপ্রচার কারী আওয়ামী লীগের এজেণ্ডা সৈয়দ মোহাম্মদ  সাইদ আঙ্গুরকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার এবং তার লাইসেন্স বিহীন ফেসবুক পেজ এসকে টেলিভিশন বন্ধ ও অবৈধ ভাবে ফেসবুক ভিত্তিক এই টেলিভিশন প্রচারণায় থাকায় আইনি ব্যবস্থা গ্রহণের দাবী জানান তিনি।
একই সাথে তাহার বিরুদ্ধে প্রচারিত এইসব  ভুয়া বানোয়াট বলে দাবী করেন তিনি,  এই বিভ্রান্তিকর ও মানহানিকর মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি ,।