
ময়মনসিংহে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেল, তাল,আম, লেবু, নিমসহ বিভিন্ন ফলজ বনজ ও ঔষধি গাছের চারা এবং মরিচ ও গ্রীষ্মকালীন শাক-সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা ও জৈব সার বিতরন করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকালে ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাসমিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মীর মোহাম্মদ জাকির হোসেনসহ অন্যান্য কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান জানান,
শিক্ষার্থী ও কৃষকদের মাঝে ১৩৮০ টি নারিকেল, ৩০০টি লেবু, ১২০টি তাল, ২৫০টি আম, প্রতি শিক্ষার্থীকে চারটি করে মোট ৬৮৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।