
রাজবাড়ীতে মামলা প্রত্যাহার না করায় সিদ্দিক শেখ (৪৫) নামে এক ডায়াগনস্টিক সেন্টার মালিককে প্রকাশ্যে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত।
আহত সিদ্দিক শেখ রাজবাড়ী পৌরসভার কাজীবাঁধা এলাকার আহম্মদ আলী শেখের ছেলে ও ‘আল রাজী ডায়াগনস্টিক সেন্টার’-এর মালিক।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ জুলাই) দুপুরে দিকে রাজবাড়ী সদর হাসপাতালের সামনে, ডায়াগনস্টিক সেন্টারের সামনের সড়কে। আহত অবস্থায় প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত সিদ্দিক শেখ জানান, “প্রায় তিন মাস আগে স্থানীয় মাস্তান পলাশ আমার কাছে ব্যবসা করতে হলে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করে। আমি তার বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করি। এরপর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। আজ (সোমবার) দুপুরে পলাশ, মানিক, কুটি, সায়েক মো. জিয়া সহ কয়েকজন এসে আমাকে রড ও হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি মারধর করে। আমাকে রাস্তায় ফেলে রেখে তারা পালিয়ে যায়।”
স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাওন দে সরকার বলেন, “রোগীকে হাসপাতালে আনার সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর মনে হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।”
ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাসেল মোল্ল্যা বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”