
তজুমদ্দিন উপজেলায় শম্ভুপুর ইউনিয়ন উত্তরে ধনকাজি দালাল বাড়ির সামনে (তসলিমের চা-য়ের দোকানের পাশে) একটি দোকানে রাত বেশি হলেই বসে জুয়ার আসর! জুয়া খেলার পাশাপাশি বিভিন্ন রকম নেশা জাতীয় দ্রব্য যেমন গাঁজা, বিয়ার ও দেশীয় নেশায় মগ্ন হয়ে বসানো হয় জুয়ার আসর। প্রায় প্রতিদিনই এখানে বিভিন্ন রকম লোকের আসা-যাওয়া লক্ষ্য করা যায়।
রাত যত গভীর হয় অপরিচিত মানুষের যাতায়াত বেড়ে যায়! নাম প্রকাশ না করা শর্তে একাধিক ব্যক্তি জানান, এখানে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা এসে জুয়া খেলে ও গাঁজা সেবন করে সময় পার করে। দোকানে পরিত্যক্ত কিছু রেক থাকলেও বিক্রি করার মত কিছুই নেই। তারপরেও এখানে এত লোক আসার মানে খুঁজে পাওয়া যায় না। দেশের সুষ্ঠু পরিস্থিতি নষ্ট করার জন্য আওয়ামী লীগের গোপন বৈঠক করে মনে করেন এখানকার স্থানীয় সাধারণ জনগণ। তাই তজুমদ্দিন উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।