
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রসাশন ও কটিয়াদী পৌরসভার আয়োজনে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কটিয়াদী বাসষ্ট্যান্ড চত্বরের উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, পৌর নির্বাহী কর্মকর্তা কারার দিদারুল মতিন, পৌরসভার সহকারী প্রকৌশলী মহিউদ্দিন প্রমুখ,
উদ্বোধনী অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম বলেন, কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার সহ বাজারের বিভিন্ন স্থানে প্রায় যানজট লেগে থাকে এ সকল যানজট নিরশনে ভূমিকা নিতে হবে, তিনি আরও বলেন, কটিয়াদী বাসস্ট্যান্ডে প্রতিদিন যানজট থাকে, যাতে সেখানে যানজট না থাকে সেজন্য একটি অভারব্রীজ নির্মাণের জন্য চেষ্টা করে যাচ্ছি।