১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষেতলালে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু

  • হানিফ সরদার
  • পোস্ট হয়েছেঃ ০৯:৪৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • 21
জয়পুরহাটের ক্ষেতলালে বজ্রপাতে জসিম (২৫) নামে একজন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি  ঘটেছে আলামপুর ইউনিয়নের সহলাপাড়া গ্রামে।
২৪ (জুলাই) সকাল ৯ টায় সহলাপাড়া -সুলতানপুর গ্রামের মাঝখানে মাঠে এ ঘটনাটি ঘটে।
নিহতর সাথে থাকা ব্যক্তি শফিউল জানান    , নিহত  জসিম( ২২)  পিতা :আনিজল ইসলাম গাইবান্ধা জেলা দক্ষিণ সমর  এলাকার বাসিন্দা। প্রতি বছরের ন্যায় এ বছরও সহলাপাড়া সহ আশেপাশের  গ্রামে ধান রোপনের কাজ করতে এসেছে।
আজ সকালে সহলাপাড়া গ্রামের সুজার জমিতে ধানের বীজ  লাগানোর উদ্দেশ্যে ৭ জন  রওনা দেয়। বীজ লাগানোর সময় বজ্রবৃষ্টি সহ বৃষ্টি আসলে নিরাপদ আশ্রয়ে চলে যান সবাই কিন্তু নিহত জসিম জমির পাশে ইউক্লেক্টর গাছের নিচে আশ্রয় নেয় এ সময় বজ্রপাতে তিনি তাৎক্ষণিক নিহত হন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এস এম কামাল হোসাইন  জানান আমরা খবর পেয়েছি,ঘটনার স্থানে যাচ্ছি বিস্তারিত পরে জানাবো।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সদরপুরে কার ও মাইক্রোবাস মালিক সমিতির কমিটি গঠন

ক্ষেতলালে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৯:৪৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
জয়পুরহাটের ক্ষেতলালে বজ্রপাতে জসিম (২৫) নামে একজন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি  ঘটেছে আলামপুর ইউনিয়নের সহলাপাড়া গ্রামে।
২৪ (জুলাই) সকাল ৯ টায় সহলাপাড়া -সুলতানপুর গ্রামের মাঝখানে মাঠে এ ঘটনাটি ঘটে।
নিহতর সাথে থাকা ব্যক্তি শফিউল জানান    , নিহত  জসিম( ২২)  পিতা :আনিজল ইসলাম গাইবান্ধা জেলা দক্ষিণ সমর  এলাকার বাসিন্দা। প্রতি বছরের ন্যায় এ বছরও সহলাপাড়া সহ আশেপাশের  গ্রামে ধান রোপনের কাজ করতে এসেছে।
আজ সকালে সহলাপাড়া গ্রামের সুজার জমিতে ধানের বীজ  লাগানোর উদ্দেশ্যে ৭ জন  রওনা দেয়। বীজ লাগানোর সময় বজ্রবৃষ্টি সহ বৃষ্টি আসলে নিরাপদ আশ্রয়ে চলে যান সবাই কিন্তু নিহত জসিম জমির পাশে ইউক্লেক্টর গাছের নিচে আশ্রয় নেয় এ সময় বজ্রপাতে তিনি তাৎক্ষণিক নিহত হন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এস এম কামাল হোসাইন  জানান আমরা খবর পেয়েছি,ঘটনার স্থানে যাচ্ছি বিস্তারিত পরে জানাবো।