
ফরিদপুরের সদরপুরে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা।বুধবার বিকালে ভাসানচর ইউনিয়নের মধ্য বাবুরচর বিদ্যুৎ অফিসের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করে বলেন, সাবেক এমপি নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহচর আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে এলকার নারীদের উত্ত্যক্ত করে আসছে। প্রবাসীদের স্ত্রীর সাথে নানান কৌশলে পরকীয়া করতো। কেউ প্রতিবাদ করলে তিনি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করতেন।মানববন্ধনে বক্তারা আলমগীরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এতে ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউসারসহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।