০১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াশে পুর্বশত্রুতার জেরে হামলা করে প্রতিবেশীকে জখমের অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে

  • ‎সুজন মাহমুদ
  • পোস্ট হয়েছেঃ ১০:২০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • 449

0-3840x2160-0-0#

‎সিরাজগঞ্জের তাড়াশে পুর্বশত্রুতার জেরে প্রতিবেশী হামলা করে  মারধরের অভিযোগ উঠেছে একই গ্রামের কাওসার,ফয়সাল, তানজির নামক ৩ যুবকের  বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার বারুহাস ইউনিয়নের পলাশী গ্রামে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বড় ভাই ইয়ার মাহমুদ।
‎অভিযোগ সুত্রে জানা গেছে, ওই গ্রামের দিনমুজুর ফজল প্রামানিকের ছেলে মান্না হোসেন (১৮)  একই গ্রামে কামাল হোসেনের গরুর খামারে দীর্ঘদিন ধরে কাজ করেন।
‎বুধবার (২৩  জুলাই) সন্ধ্যা  ছয়টার দিকে  কামাল হোসেনের গরুর খামারে কাজ   করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে রাস্তার একপাশে বসে একই গ্রামের কয়েকজন ছেলে
‎মোবাইল ফোনে জুয়া খেলছিল।   তখন তারা মান্নাকে তাদের কাছে ডাকে। যেতে অস্বীকার করলে অতর্কিতভাবে  মান্নার উপর হামলা করে।এতে মান্না গুরুতর জখম হয়।
‎ মান্নার চিৎকারে খামার  মালিক এসে তাকে রক্তাক্ত   অবস্থায় উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
‎কর্তব্যরত ডাক্তার বলেন,,  রোগী  মুমূর্ষ অবস্থায়  হাসপাতালে আসলে  চিকিৎসা দেওয়া হয় এখন আশঙ্কামুক্ত।
‎মান্নার বড় ভাই ইয়ার মাহমুদ বলেন, আমার ছোট ভাইয়ের উপরে হামলা করে যারা আহত করেছে তাদের বিচার চেয়ে আমি বাদী হয়ে তাড়াশ  থানায় একটি অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তদের  সঠিক বিচার দাবি করছি।
‎ অভিযোগের বিষয়টি তাড়াশ থানার কতব্যরত ডিউটি অফিসার নিশ্চিত করেছেন।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সদরপুরে কার ও মাইক্রোবাস মালিক সমিতির কমিটি গঠন

তাড়াশে পুর্বশত্রুতার জেরে হামলা করে প্রতিবেশীকে জখমের অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে

পোস্ট হয়েছেঃ ১০:২০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
‎সিরাজগঞ্জের তাড়াশে পুর্বশত্রুতার জেরে প্রতিবেশী হামলা করে  মারধরের অভিযোগ উঠেছে একই গ্রামের কাওসার,ফয়সাল, তানজির নামক ৩ যুবকের  বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার বারুহাস ইউনিয়নের পলাশী গ্রামে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বড় ভাই ইয়ার মাহমুদ।
‎অভিযোগ সুত্রে জানা গেছে, ওই গ্রামের দিনমুজুর ফজল প্রামানিকের ছেলে মান্না হোসেন (১৮)  একই গ্রামে কামাল হোসেনের গরুর খামারে দীর্ঘদিন ধরে কাজ করেন।
‎বুধবার (২৩  জুলাই) সন্ধ্যা  ছয়টার দিকে  কামাল হোসেনের গরুর খামারে কাজ   করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে রাস্তার একপাশে বসে একই গ্রামের কয়েকজন ছেলে
‎মোবাইল ফোনে জুয়া খেলছিল।   তখন তারা মান্নাকে তাদের কাছে ডাকে। যেতে অস্বীকার করলে অতর্কিতভাবে  মান্নার উপর হামলা করে।এতে মান্না গুরুতর জখম হয়।
‎ মান্নার চিৎকারে খামার  মালিক এসে তাকে রক্তাক্ত   অবস্থায় উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
‎কর্তব্যরত ডাক্তার বলেন,,  রোগী  মুমূর্ষ অবস্থায়  হাসপাতালে আসলে  চিকিৎসা দেওয়া হয় এখন আশঙ্কামুক্ত।
‎মান্নার বড় ভাই ইয়ার মাহমুদ বলেন, আমার ছোট ভাইয়ের উপরে হামলা করে যারা আহত করেছে তাদের বিচার চেয়ে আমি বাদী হয়ে তাড়াশ  থানায় একটি অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তদের  সঠিক বিচার দাবি করছি।
‎ অভিযোগের বিষয়টি তাড়াশ থানার কতব্যরত ডিউটি অফিসার নিশ্চিত করেছেন।