
ভোলা জেলার আওতাধীন ইসলামী ছাত্র আন্দোলন লালমোহর জোন ) শাখার উদ্যোগে ২০২৫ সালে এসএসসি এবং দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান লালমোহন উপজেলা মডেল মসজিদের অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের দক্ষিণ শাখার সভাপতি আলী আজগর সাহেব। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনি উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক একসময়ের তুখোর ছাত্রনেতা মাওলানা জামাল উদ্দিন সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহর উপজেলা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি ও লালমোহন উপজেলা মডেল মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা কবি নেছার উদ্দিন জিহাদী। মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেধাবী ও কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে উপস্থিত অতিথিবৃন্দ ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২১ জুলাই মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় ও আহতদের আশু রোগ মুক্তি কামনায় ও দেশের সার্বিক মঙ্গলার্থে বিষয় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।