
“কুয়াকাটা বাঁচাও , পর্যটন বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকত রক্ষার দাবিতে একাত্ম হয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন মেরীন ড্রাইভ সড়কে এই শতাধিক লোকের উপস্থিততে মানববন্ধন হয়েছে।
এতে স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানার হাতে কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা পৌর বিএনপি, বাংলাদেশ জামায়েত ইসলাম, কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লিয়জ এসোসিয়েশন, কুয়াকাটা ভয়েস ক্লাব, কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমিতি, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন (টোয়াক), কুয়াকাটা খাবার রেস্টুরেন্ট মালিক সমিতি, কুয়াকাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশন, কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, সুহৃদয় সমাবেশ, কুয়াকাটা ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন সহ স্থানীয় বাসিন্দা সহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, অব্যাহতভাবে সৈকতের সৌন্দর্য ও পরিবেশ ধ্বংস হওয়ার ফলে পর্যটকদের আগ্রহ কমে যাচ্ছে, যা কুয়াকাটার পর্যটন অর্থনীতির জন্য হুমকি।
তারা দ্রুত সৈকতের সৌন্দর্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নতকরণ, অবৈধ দখলমুক্তকরণ এবং ট্যুরিস্ট ফ্যাসিলিটিজ বৃদ্ধির দাবিতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণকারীরা বলেন, কুয়াকাটা আমাদের জাতীয় সম্পদ — একে রক্ষা করা সবার দায়িত্ব।