
দিনাজপুরের বিরামপুর উপজেলার এক গ্রামে ছয় বছরের একটি শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবকে গ্রেফতার করেছে থানা পুলিশ।ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটি তাদের বাড়ি থেকে ভাইরাল গিলা গাছ দেখার জন্য একটু দূরে যায়। সেখানে শিশুটিকে দেখতে পেয়ে লম্পট সাইফুল ইসলাম তাকে বিস্কুট কিনে দেন। বিস্কুট কিনে দেওয়ার পর শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁর বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন।এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর বাবা বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেফতার সাইফুল ইসলাম পেশায় একজন ট্রাক্টরচালক।ভুক্তভোগী শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটি তাদের বাড়ি থেকে ভাইরাল গিলা গাছ দেখার জন্য একটু দূরে যায়। সেখানে শিশুটিকে দেখতে পেয়ে লম্পট সাইফুল ইসলাম তাকে বিস্কুট কিনে দেন। বিস্কুট কিনে দেওয়ার পর শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁর বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ওই বাড়িতে ছুটে আসেন এবং সাইফুল ইসলামকে আটক করেন। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন।বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, ‘একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইফুল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। তাঁকে শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।’