১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গণঅধিকার পরিষদের মনোনয়ন না পেয়ে কিশোরগঞ্জ-১ আসনে প্রার্থী হতে চান আল ইমরান

গণঅধিকার পরিষদের কার্যনির্বাহী পরিষদ সম্প্রতি ৩৬ জন প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলীয় মনোনয়ন তালিকায় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আবু হানিফের নাম উল্লেখ করা হয়। তবে দলীয় ঘোষণার কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল ইমরান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে আসন্ন সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন।
আল ইমরানের এ ঘোষণা সাধারণ মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এ বিষয়ে আই নিউজ ডট কমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে আল ইমরান জানান, ‘আমি বিগত দিনে এই আসনে আমার রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে জনমত তৈরি করেছি। দলের তৃণমূল পর্যায় থেকে সাধারণ জনগণ পর্যন্ত গণঅধিকার পরিষদের বার্তা পৌঁছে দিয়েছি। আমার শ্রম, পরিচিতি ও জনপ্রিয়তার জন্যই আমি এই আসনে দলীয় মনোনয়নের জন্য আশাবাদী।’
একজনকে মনোনয়ন দেওয়ার পরেও কেন এমন পোস্ট দিলেন, এ প্রসঙ্গে আল ইমরান বলেন, ‘এটি দলের প্রাথমিক সিদ্ধান্ত। আমি মনে করি, আমার অতীত কার্যক্রম ও জনপ্রিয়তা যাচাই-বাছাই করে দল এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং চূড়ান্ত মনোনয়ন আমাকেই দেওয়া হবে ইনশাআল্লাহ
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সদরপুরে কার ও মাইক্রোবাস মালিক সমিতির কমিটি গঠন

গণঅধিকার পরিষদের মনোনয়ন না পেয়ে কিশোরগঞ্জ-১ আসনে প্রার্থী হতে চান আল ইমরান

পোস্ট হয়েছেঃ ০৯:০০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
গণঅধিকার পরিষদের কার্যনির্বাহী পরিষদ সম্প্রতি ৩৬ জন প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলীয় মনোনয়ন তালিকায় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আবু হানিফের নাম উল্লেখ করা হয়। তবে দলীয় ঘোষণার কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল ইমরান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে আসন্ন সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন।
আল ইমরানের এ ঘোষণা সাধারণ মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এ বিষয়ে আই নিউজ ডট কমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে আল ইমরান জানান, ‘আমি বিগত দিনে এই আসনে আমার রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে জনমত তৈরি করেছি। দলের তৃণমূল পর্যায় থেকে সাধারণ জনগণ পর্যন্ত গণঅধিকার পরিষদের বার্তা পৌঁছে দিয়েছি। আমার শ্রম, পরিচিতি ও জনপ্রিয়তার জন্যই আমি এই আসনে দলীয় মনোনয়নের জন্য আশাবাদী।’
একজনকে মনোনয়ন দেওয়ার পরেও কেন এমন পোস্ট দিলেন, এ প্রসঙ্গে আল ইমরান বলেন, ‘এটি দলের প্রাথমিক সিদ্ধান্ত। আমি মনে করি, আমার অতীত কার্যক্রম ও জনপ্রিয়তা যাচাই-বাছাই করে দল এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং চূড়ান্ত মনোনয়ন আমাকেই দেওয়া হবে ইনশাআল্লাহ