
নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ও সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ( ২৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ সহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় অনুষ্ঠান সমুহের সাথে ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল খাঁ এর তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, একাডেমিক সুপারভাইজার সাদ আহমদ শিবলী, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোছাঃ আরজু খাতুন সহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিক গণ।