০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সূর্য তরুণ সংগঠন ও সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব’-এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

“হাসবে রোগী, বাঁচবে প্রাণ, স্বেচ্ছায় করি রক্তদান” এই মানবিক স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এবং সূর্য তরুণ ক্লাব-এর যৌথ উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মফিজুল ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে এই ক্যাম্পেইন পরিচালিত হয়। চার ঘণ্টাব্যাপী এই আয়োজনে মোট দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, যার মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা, কৃষক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মতলব উত্তর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষ এখনও তাদের রক্তের গ্রুপ জানেন না। এই ক্যাম্পেইনের মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও ভবিষ্যতের যেকোনো রক্তসংক্রান্ত জরুরি অবস্থায় প্রস্তুতি নেওয়ার মানসিকতা তৈরি হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের আগ্রহ সৃষ্টি এবং স্বাস্থ্যবিষয়ক প্রাথমিক জ্ঞান প্রদানই ছিল ক্যাম্পেইনের মূল লক্ষ্য।
সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব মূলত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মতলব উত্তর এলাকার শিক্ষার্থী এবং সমাজসচেতন তরুণ-তরুণীদের সমন্বয়ে গঠিত একটি মানবিক প্ল্যাটফর্ম। বিগত এক বছর ধরে সংগঠনটি মতলবের বিভিন্ন ইউনিয়ন ও স্কুল-কলেজে রক্তদানে উদ্বুদ্ধকরণ, ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনসহ নানা সমাজকল্যাণমূলক কাজ করে আসছে।
ক্যাম্পেইন চলাকালীন মফিজুল ইসলাম দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান বলেন, আমাদের অনেক শিক্ষার্থীই নিজেদের রক্তের গ্রুপ জানত না। আজকের এই আয়োজন তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে। এটি নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। আমি সূর্য তরুণ ক্লাব ও ব্লাড ডোনার ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, ভবিষ্যতে এমন আরও কার্যক্রম নিয়মিত চলবে।
ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের সভাপতি মো. ইমন বলেন, আমরা চাই, প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষ যেন নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানে এবং প্রয়োজনে অন্যকে রক্ত দিতে এগিয়ে আসে। আমাদের স্বপ্ন একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ইমন, সাধারণ সম্পাদক এস.এ সাহাদাত, সহ-সভাপতি মো. রিফাত সরকার, সহ পরিচালক পিয়াস, মো. রাসেদ, মো. রোমান সরকার, মো. অনিক এবং অন্যান্য সদস্যবৃন্দ। মতলব উত্তর উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
আয়োজকরা জানিয়েছেন, সামনে আরও কিছু ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের পরিকল্পনা রয়েছে। তারা সকলের সহযোগিতা ও উৎসাহ কামনা করেন এই মানবিক উদ্যোগকে এগিয়ে নিতে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

রাণীনগর বিএনপির কর্মী সমাবশ অনুষ্ঠিত

সূর্য তরুণ সংগঠন ও সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব’-এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ০৩:৫৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
“হাসবে রোগী, বাঁচবে প্রাণ, স্বেচ্ছায় করি রক্তদান” এই মানবিক স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এবং সূর্য তরুণ ক্লাব-এর যৌথ উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মফিজুল ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে এই ক্যাম্পেইন পরিচালিত হয়। চার ঘণ্টাব্যাপী এই আয়োজনে মোট দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, যার মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা, কৃষক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মতলব উত্তর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষ এখনও তাদের রক্তের গ্রুপ জানেন না। এই ক্যাম্পেইনের মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও ভবিষ্যতের যেকোনো রক্তসংক্রান্ত জরুরি অবস্থায় প্রস্তুতি নেওয়ার মানসিকতা তৈরি হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের আগ্রহ সৃষ্টি এবং স্বাস্থ্যবিষয়ক প্রাথমিক জ্ঞান প্রদানই ছিল ক্যাম্পেইনের মূল লক্ষ্য।
সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব মূলত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মতলব উত্তর এলাকার শিক্ষার্থী এবং সমাজসচেতন তরুণ-তরুণীদের সমন্বয়ে গঠিত একটি মানবিক প্ল্যাটফর্ম। বিগত এক বছর ধরে সংগঠনটি মতলবের বিভিন্ন ইউনিয়ন ও স্কুল-কলেজে রক্তদানে উদ্বুদ্ধকরণ, ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনসহ নানা সমাজকল্যাণমূলক কাজ করে আসছে।
ক্যাম্পেইন চলাকালীন মফিজুল ইসলাম দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান বলেন, আমাদের অনেক শিক্ষার্থীই নিজেদের রক্তের গ্রুপ জানত না। আজকের এই আয়োজন তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে। এটি নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। আমি সূর্য তরুণ ক্লাব ও ব্লাড ডোনার ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, ভবিষ্যতে এমন আরও কার্যক্রম নিয়মিত চলবে।
ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের সভাপতি মো. ইমন বলেন, আমরা চাই, প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষ যেন নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানে এবং প্রয়োজনে অন্যকে রক্ত দিতে এগিয়ে আসে। আমাদের স্বপ্ন একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ইমন, সাধারণ সম্পাদক এস.এ সাহাদাত, সহ-সভাপতি মো. রিফাত সরকার, সহ পরিচালক পিয়াস, মো. রাসেদ, মো. রোমান সরকার, মো. অনিক এবং অন্যান্য সদস্যবৃন্দ। মতলব উত্তর উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
আয়োজকরা জানিয়েছেন, সামনে আরও কিছু ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের পরিকল্পনা রয়েছে। তারা সকলের সহযোগিতা ও উৎসাহ কামনা করেন এই মানবিক উদ্যোগকে এগিয়ে নিতে।