
নওগাঁর রাণীনগর উপজলার গােনা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবশ ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়ছ। শনিবার বিকল গােনা উচ বিদ্যালয় প্রাঙ্গন গানা ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযাগি সংগঠনর আয়াজন এই সমাবশ অনুষ্ঠিত হয়।
গানা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ইলিয়াস হাসন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠান প্রধান অতিথি হিসব উপ¯িত ছিলন উপজলা বিএনপির সভাপতি আলহাজ¦ মা: এছাহক আলী। প্রধান বক্তা হিসব উপ¯িত ছিলন উপজলা বিএনপির সাধারণ সম্পাদক মাসারব হাসন। এছাড়াও জলা, উপজলা ও ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ ও সহযাগি সংগঠনর বিভিন স্তরর নতবদরা উপ¯িত ছিলন। এর আগ অনুষ্ঠান আগত অতিথিবদদর ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনর নতবদদর ফুল দিয় বরণ করা হয়। আলাচনা সভা শষ উপজলা বিএনপির সভাপতি আলহাজ¦ মা: এছাহক আলীর ৬০তম জন্মদিন উপলক্ষ কক কাটা হয়। সন্ধ্যায় এক মনাজ্ঞ সাং¯তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাবশ বক্তারা বলন,আগামীত যন আ’লীগ নামক ফ্যাসিস্ট দলর কউ এই বাংলার মাটিত কান প্রকারর অরাজকতা সষ্টি করত না পার সই জন্য বিএনপির প্রতিটি কর্মীক অতনদ্্র প্রহরী হিসব কাজ করত হব। এছাড়া শহীদ প্রসিডট জিয়াউর রহমান ও আগামীর বাংলাদশর দশনায়ক তারক রহমানর আদর্শক বুক ধারণ কর ভালাবাসার মাধ্যম ধানর শীষর পক্ষ গণজায়ার সষ্টির আহান জানানো হয়।