
ময়মনসিংহের গৌরীপুরে গাছ থেকে ডাব পাড়তে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ঠ হয়ে হিরা মিয়া (৫০) নামে এক ডাব ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৩ আগষ্ট) দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দাঁমগাও গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত ডাব ব্যবসায়ী উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ডাউকি গ্রামের মৃত একরামুল হাসানের ছেলে।ওবায়দুর রহমান
স্থানীয় সূত্রে জানা গেছে, হিরা মিয়া একজন পেশায় একজন ডাব ব্যবসায়ী। তিনি আশেপাশের অঞ্চল থেকে ডাব ক্রয় করে বিক্রি করেন। রোববার রামগোপালপুর ইউনিয়নের দাঁমগাও গ্রামের এক ব্যক্তির গাছ থেকে ডাব ক্রয় করেন হিরা মিয়া। পরে নিজেই গাছের ডাব পাড়তে গাছের ওপরে উঠেন। এসময় গাছের ডালের সাথে জড়িয়ে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি গাছের ওপরেই মারা যান। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে গাছের ওপর থেকে হিরার মরদেহ নামিয়ে আনেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।