
গাজীপুরের টঙ্গীতে চলন্ত বাসের নিচে পড়ে জাহানারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে খরতৈল এলাকায় গাজীপুরা-সাতাইশ রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গাংগাইল গ্রামের মৃত আব্দুল খালেকের স্ত্রী। তিনি টঙ্গী পশ্চিম থানার মদিনা পাড়া এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খরতৈলের একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃদ্ধা এলোমেলোভাবে হাঁটছিলেন এবং হঠাৎ করে রাস্তার মাঝখানে গিয়ে একটি চলন্ত বাসের নিচে ঝাঁপিয়ে পড়েন। এতে বাসের পেছনের চাকা তার শরীরের ওপর দিয়ে গেলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান, টঙ্গীর সাতাইশ বাগানবাড়ির মন্ডল গ্রুপের একটি স্টাফ বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার এসআই মনোহর বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।