
বজ্রপাতে কেড়ে নিল কৃষকের ১১ টা মহিষের জীবন।কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলা বাজার পদ্মা নদীর চরে।গত রাতে খামারী মোঃ নবী শেখ নামের এক ব্যক্তির ১১ টা মহিষ বজ্রপাতে মারা গেছে। ৬ টা গাভি মহিষ সহ ১১ টা মহিষের মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা।খামারি মোঃ নবী শেখ নিজের ও পরিবারের জীবনের উপার্জন দিয়ে মহিষ গুলো তিলে তিলে গড়ে তুলেছিলেন। মহিষ গুলো হঠাৎ এভাবে মারা যাওয়াতে পরিবারের লোকজন নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছে।