০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতা ও জমি-সংক্রান্ত মামলায় দুইজন গ্রেপ্তার

  • জাহিদ খান
  • পোস্ট হয়েছেঃ ১২:০৩:২২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • 77
কুড়িগ্রাম জেলার ঢুষমারা থানায় দায়ের করা একটি ফৌজদারি মামলায় (মামলা নং-০২, তারিখ: ১৯ অক্টোবর ২০২৪, ধারা: ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড) অভিযান চালিয়ে ১০ মে (শনিবার) রাত ২.০০ টায় আওয়ামী লীগের স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. তারিপুল্লা (৬০), পিতা-মৃত আকমত আলী, মাতা- মোছাঃ তারাফুল নেছা, গ্রাম- চরমুদাফৎ কালিকাপুর, থানা- ঢুষমারা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড, ৬ নম্বর অষ্টমীর চর ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তাকে রাত ২টায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অপর গ্রেপ্তার ব্যক্তি মো. নূর হোসেন (৬৫), পিতা- মৃত আফাস উদ্দিন, মাতা- মোছাঃ ডালিমন বেওয়া, গ্রাম- ডাটিয়ার চর উত্তরপাড়া, থানা- ঢুষমারা। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। তাকে রাত ৩টা ৫০ মিনিটে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ রয়েছে। মামলায় গুরুতর ধারাসমূহ অন্তর্ভুক্ত থাকায় পুলিশ বিষয়টিকে গুরুত্বসহকারে তদন্ত করছে।
ঢুষমারা থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা মো: আ: রহিম জানান, “আসামিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

নাাটোরে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতা ও জমি-সংক্রান্ত মামলায় দুইজন গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ১২:০৩:২২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
কুড়িগ্রাম জেলার ঢুষমারা থানায় দায়ের করা একটি ফৌজদারি মামলায় (মামলা নং-০২, তারিখ: ১৯ অক্টোবর ২০২৪, ধারা: ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড) অভিযান চালিয়ে ১০ মে (শনিবার) রাত ২.০০ টায় আওয়ামী লীগের স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. তারিপুল্লা (৬০), পিতা-মৃত আকমত আলী, মাতা- মোছাঃ তারাফুল নেছা, গ্রাম- চরমুদাফৎ কালিকাপুর, থানা- ঢুষমারা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড, ৬ নম্বর অষ্টমীর চর ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তাকে রাত ২টায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অপর গ্রেপ্তার ব্যক্তি মো. নূর হোসেন (৬৫), পিতা- মৃত আফাস উদ্দিন, মাতা- মোছাঃ ডালিমন বেওয়া, গ্রাম- ডাটিয়ার চর উত্তরপাড়া, থানা- ঢুষমারা। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। তাকে রাত ৩টা ৫০ মিনিটে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ রয়েছে। মামলায় গুরুতর ধারাসমূহ অন্তর্ভুক্ত থাকায় পুলিশ বিষয়টিকে গুরুত্বসহকারে তদন্ত করছে।
ঢুষমারা থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা মো: আ: রহিম জানান, “আসামিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”