
অনাড়ম্বরপূর্ণভাবে ইফতার ও দোয়া মাহফিল করতে দক্ষিণ জেলা বিএনপি সহ দেশব্যাপী জেলা ও মহানগরে জাতীয়তাবাদী দল-বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এই রমজান মাসে দলের পক্ষ থেকে তৃণমূল স্তর থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নিজেদের সামর্থ অনুযায়ী বাহুল্য পরিত্যাগ করে অনাড়ম্বরপূর্ণভাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান করতে হবে। এক্ষেত্রে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) সহ সারাদেশে ওয়ার্ড পর্যায়ে মসজিদ কিংবা বাজার সংলগ্ন খোলা জায়গায় ইফতার ও দোয়া মাহফিলের উদ্যোগ গ্রহণ করতে হবে। ইফতার ও দোয়া মাহফিলে উল্লেখযোগ্য সংখ্যক সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। ব্যানারে শুধুমাত্র ‘ইফতার ও দোয়া মাহফিল’ লেখা থাকবে।আগামী ২০ রমজানের মধ্যে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান সম্পন্ন করতে বিএনপি’র চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম,সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ইদ্রিস মিয়া,সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন কে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়।