
কেএমপি KMP HQ MEDIA CELL [04 MARCH 2025] লবণচরা থানা থানা পুলিশের একটি টিম গত ৩ মার্চ ২০২৫ তারিখ রাতে ঠিকরাবন্দ এলাকায় অভিযান চালিয়ে চোর ১) আসাদ মীর (২০), পিতা-রেজাউল করিম মীর, সাং-মীরপাড়া, থানা-ডুমুরিয়া এবং ২) তরিকুল ইসলাম (২৩), পিতা-সালাম মোড়ল, সাং-ঘোনা বড় ডাঙ্গা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা’দ্বয়কে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে ১ টি পানি সেচ দেওয়ার মেশিন এবং চুরির কাজে ব্যবহৃত ১ টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লবণচরা থানার মামলা নং-০২, তারিখ-০৪/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।