
ফুডপান্ডা ময়মনসিংহে কোয়েস্ট বন্ধ ও পেমেন্ট কমিয়ে দেওয়া হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত অন্যায় হয়
ময়মনসিংহ রাইডারা দাবি জানাচ্ছে আগামী ৭ দিনের মধ্যে পেমেন্ট বাড়াতে হবে ন্যূনতম ১০ টাকা কোয়েস্ট পুনরায় চালু করতে হবে।
অন্যথায়, ১০ মার্চ আমরা কাজ বন্ধ রেখে দাবি আদায় এর জন্য অফিসে যাবো
– ফুডপান্ডা ময়মনসিংহ রাইডার কমিউনিটি,
এই দাবি জানায় তারা, না হলে ১০ মার্চ রাইডারা কাজ বন্ধ রেখে দাবি আদায় এর জন্য অফিসে যাবে।
এখন ফুডপান্ডা আসলেই কি রাইডারদের দাবি মেনে নিবে কি, ।