০৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কালিয়াকৈরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • অরবিন্দ রায়
  • পোস্ট হয়েছেঃ ০৭:১৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • 103

গাজীপুরের কালিয়াকৈর আধুনিক মাছ চাষ বিষয়ক সেমিনার  সোনাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।  প্যারাগন গ্রুপ  মৎস্য খামারীদের সচেতনতা ও দক্ষতা  বৃদ্ধির জন্য আধুনিক মাছ চাষ  বিষয়ক শীর্ষক  সেমিনারের আয়োজন করেন। সেমিনারে বক্তারা বলেন, আপনারা  মাছ চাষে লাভবান হতে হলে  মান সম্মত পুকুর,  মান সম্মত মাছের পোনা, মাছের মান সম্মত খাবার, মাছের চিকিৎসা, পুকুরে অক্সিজেনের মাত্রা, মাছের রোগ প্রতিরোধে করনীয় , সঠিকভাবে খামার ব্যবস্হাপনা সহ বিভিন্ন বিষয় নিয়ে খামারীদের সাথে মতবিনিময়  করা হয়। বাহাদুর রোভার  পল্লী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  ও মৎস্য খামারী হাবিল উদ্দিনের  সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন প্যারাগনের সিনিয়র ম্যানেজার  ইসমাইল হোসেন,এরিয়া ম্যানেজার আল মামুন ফকির, খান  এন্টারপ্রাইজের সত্বাধিকারী সোয়েব খান । শিক্ষক ও মৎস্য খামারী হাবিল উদ্দিন   বলেন,  ভালো জাতের পোনা, গুনগত মানের খাদ্য, ভালো মাছ উৎপাদন হলে খামারীদের মুখে হাঁসি থাকবে বারো মাস। মাছ চাষ করতে গিয়ে খামারীরা  প্রতিদিন  বিভিন্ন সমস্যার  সম্মুখীন হন। মাছের বিক্রয় মূল্যের সাথে মাছের উৎপাদন খরচের কোন সমতা নেই।  মাছের মানসম্মত পোনা, গুনগত মানের খাদ্য, মাছের খামার ব্যবস্হাপনার পরামর্শ ও সহযোগিতার  নিশ্চিত করার দাবি জানান।
প্যারাগন লিমিটেডের সিনিয়র ম্যানেজার ইসমাইল হোসেন  বলেন, একটি আদর্শ মাছের খামারে ভালো  মাছের বাসস্থানা , পুকুরে পানি স্হির অবস্থায় থাকা,  বাতাসের প্রভাবে  পুকুরে  অল্প ঢেউ সৃষ্টি হতে পারে। সারা বছর   পানি থাকে এমন পুকুর মাছ চাষের জন্য অধিক উপযোগী।  খোলামেলা স্থানে পুকুর থাকলে ভালো হয়। মাছ চাষে মান সম্পন্ন পোনার গুরুত্ব অপরিসীম। মাছ চাষের পূর্ব শর্ত সুস্হ সবল উন্নত জাতের পোনা সংগ্রহ করা। ভালো পোনা হলে ভালো মাছ হবে।ভালো মাছ  হলে  খামারীরা লাভবান হবেন। প্যারাগন গ্রুপ কর্তৃপক্ষ বলেন , উন্নত জাতের পোনা ,অধিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন  মাছের খাদ্য সরবরাহ সহ প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষীদের মাছের রোগ নিরুপন ও  চিকিৎসা সেবা দিতে বদ্ধ পরিকর। মৎস্য খামারীরা আমাদের  সাথে যোগাযোগ করলে মাছের রোগ প্রতিরোধ সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।  আধুনিক মৎস্য চাষ বিষয়ক দিন ব্যাপী সেমিনারে  মৎস্য খামারীরা  অংশ গ্রহণ করেন।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

পাঁচ মাস ২৫ দিনে কোরআনের হাফেজ হলো শাহরাস্তির তানভীর

কালিয়াকৈরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পোস্ট হয়েছেঃ ০৭:১৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

গাজীপুরের কালিয়াকৈর আধুনিক মাছ চাষ বিষয়ক সেমিনার  সোনাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।  প্যারাগন গ্রুপ  মৎস্য খামারীদের সচেতনতা ও দক্ষতা  বৃদ্ধির জন্য আধুনিক মাছ চাষ  বিষয়ক শীর্ষক  সেমিনারের আয়োজন করেন। সেমিনারে বক্তারা বলেন, আপনারা  মাছ চাষে লাভবান হতে হলে  মান সম্মত পুকুর,  মান সম্মত মাছের পোনা, মাছের মান সম্মত খাবার, মাছের চিকিৎসা, পুকুরে অক্সিজেনের মাত্রা, মাছের রোগ প্রতিরোধে করনীয় , সঠিকভাবে খামার ব্যবস্হাপনা সহ বিভিন্ন বিষয় নিয়ে খামারীদের সাথে মতবিনিময়  করা হয়। বাহাদুর রোভার  পল্লী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  ও মৎস্য খামারী হাবিল উদ্দিনের  সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন প্যারাগনের সিনিয়র ম্যানেজার  ইসমাইল হোসেন,এরিয়া ম্যানেজার আল মামুন ফকির, খান  এন্টারপ্রাইজের সত্বাধিকারী সোয়েব খান । শিক্ষক ও মৎস্য খামারী হাবিল উদ্দিন   বলেন,  ভালো জাতের পোনা, গুনগত মানের খাদ্য, ভালো মাছ উৎপাদন হলে খামারীদের মুখে হাঁসি থাকবে বারো মাস। মাছ চাষ করতে গিয়ে খামারীরা  প্রতিদিন  বিভিন্ন সমস্যার  সম্মুখীন হন। মাছের বিক্রয় মূল্যের সাথে মাছের উৎপাদন খরচের কোন সমতা নেই।  মাছের মানসম্মত পোনা, গুনগত মানের খাদ্য, মাছের খামার ব্যবস্হাপনার পরামর্শ ও সহযোগিতার  নিশ্চিত করার দাবি জানান।
প্যারাগন লিমিটেডের সিনিয়র ম্যানেজার ইসমাইল হোসেন  বলেন, একটি আদর্শ মাছের খামারে ভালো  মাছের বাসস্থানা , পুকুরে পানি স্হির অবস্থায় থাকা,  বাতাসের প্রভাবে  পুকুরে  অল্প ঢেউ সৃষ্টি হতে পারে। সারা বছর   পানি থাকে এমন পুকুর মাছ চাষের জন্য অধিক উপযোগী।  খোলামেলা স্থানে পুকুর থাকলে ভালো হয়। মাছ চাষে মান সম্পন্ন পোনার গুরুত্ব অপরিসীম। মাছ চাষের পূর্ব শর্ত সুস্হ সবল উন্নত জাতের পোনা সংগ্রহ করা। ভালো পোনা হলে ভালো মাছ হবে।ভালো মাছ  হলে  খামারীরা লাভবান হবেন। প্যারাগন গ্রুপ কর্তৃপক্ষ বলেন , উন্নত জাতের পোনা ,অধিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন  মাছের খাদ্য সরবরাহ সহ প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষীদের মাছের রোগ নিরুপন ও  চিকিৎসা সেবা দিতে বদ্ধ পরিকর। মৎস্য খামারীরা আমাদের  সাথে যোগাযোগ করলে মাছের রোগ প্রতিরোধ সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।  আধুনিক মৎস্য চাষ বিষয়ক দিন ব্যাপী সেমিনারে  মৎস্য খামারীরা  অংশ গ্রহণ করেন।