
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। এ উপলক্ষে আজ সকাল ১০টায় কালীগঞ্জের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও চারাগাছ বিতরণ কর্মসূচি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি জনাব নুরুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল নেতা মেহেদী হাসান, ছাত্রদল নেতা মাহমুদুল হাসান ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজহারুল ইসলাম।
সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীনতা যুদ্ধে অবদান এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর বলিষ্ঠ নেতৃত্বের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, “শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রপতি নন, তিনি ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা ও দূরদর্শী রাজনীতিক, যাঁর আদর্শ আজও প্রাসঙ্গিক।”
আলোচনা সভা শেষে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মাঝে শতাধিক ফলদ, বনজ ও ঔষধি চারাগাছ বিতরণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় বিএনপির নেতাকর্মী ছাড়াও শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এই সময় বক্তারা বলেন,
“শহীদ জিয়ার আদর্শ আমাদেরকে শুধু রাজনৈতিক চেতনা নয়, বরং দেশপ্রেম, স্বাবলম্বিতা ও সবুজ-পরিবেশবান্ধব বাংলাদেশের স্বপ্ন দেখায়। আজকের চারাগাছ বিতরণ সেই ধারাবাহিক প্রয়াসের অংশ।”
শেষে শহীদ রাষ্ট্রপতির রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
তাঁর আদর্শকে হৃদয়ে ধারণ করে সবুজে মোড়ানো, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন স্থানীয় নেতৃবৃন্দ।