
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো জাহিদুল ইসলাম অবসরে যাওয়ার কারণে তাঁকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।আজ সোমবার বিকেলে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ সংবর্ধনা দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, প্রধান শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান আকন্দ, কোষাধ্যক্ষ এম মাহফুজার রহমান লেলিন, সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুল হক চৌধুরী, দক্ষিণ রামজীবন খংগুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, চন্ডিপুর এটিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক রাজা, পাঁচগাছি শান্তিরাম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, রুস্তম আলী, পরান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া ও ফলগাছা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম জাহিদসহ অনেকে।
পরে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার দেয়া হয়।